বর্তমানে হালনাগাদকৃত সিটিজেন চার্টারঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
ভিশন: পরিকল্পিত নগর; নিরাপদ ও সাশ্রয়ী আবাসন।
মিশন: সুষ্ঠু পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য টেকসই, নিরাপদ, সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত নগরায়ণ এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অবকাঠামো নির্মাণ।
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
(৮) |
১. |
প্লট/ফ্ল্যাট হস্তান্তর ও নামজারির অনুমতি প্রদান |
১. আবেদকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইপূর্বক প্লট/ ফ্ল্যাট হস্তান্তরের নীতিমালা অনুযায়ী প্রক্রিয়াকরণ; ২.হস্তান্তর ও নামজারির অনুমতি ফি জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক হস্তান্তর অনুমতি ও নামজারির অনুমতি প্রদান; ৩. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ। |
১. আবাসিক/শিল্প/বাণিজ্যিক এলাকার প্লট/উপ-প্লট/খন্ড জমি/ফ্ল্যাট/এপার্টমেন্টস/ফ্লোরস্পেস/ দোকান প্রভৃতির বরাদ্দপ্রাপক/মালিক/মালিক কর্তৃক নিযুক্ত আমমোক্তারকে হস্তান্তর ও নামজারির অনুমতির জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে; ২. হস্তান্তর দাতা ও হস্তান্তর গ্রহীতার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; ৩. হস্তান্তর দাতা ও গ্রহীতা প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্টের সত্যায়িত কপি; ৪. প্লটের বরাদ্দপত্র (প্রযোজ্য ক্ষেত্রে); ৫. প্লট/উপ-প্লট/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ফ্লোরস্পেস/ দোকান এর সংশ্লিষ্ট দলিলের সার্টিফাইড কপি;
৬. আমমোক্তারনামার সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে) ৭. সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) অফিসের নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও সিটি জরিপের কপি; ৮. হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি; ৯. গ্রাউন্ড ট্যাক্স পরিশোধের রশিদের সত্যায়িত কপি; ১০. হস্তান্তর দাতার হলফনামা; (৩০০/- নন-জুডিসিয়াল স্ট্যাম্পে) ১১. হস্তান্তর গ্রহীতার হলফনামা; (৩০০/- নন-জুডিসিয়াল স্ট্যাম্পে)
১২. পূর্বে কারো নিকট হস্তান্তর অনুমতি গ্রহণ করিলে তাহার পরবর্তীতে নতুন কোন ব্যক্তির নিকট হস্তান্তর অনুমতির ক্ষেত্রে পূর্বের হস্তান্তর গ্রহীতার হলফনামা (৩০০/- নন-জুডিসিয়াল স্ট্যাম্পে)
|
১. প্রতি কাঠা জমির হস্তান্তর অনুমতি ফি ধানমন্ডি এলাকার জন্য আবাসিক ২,৬০,০০০/- ও বাণিজ্যিক-৫,০০,০০০/-, তেজগাঁও শিল্প এলাকা বাণিজ্যিক-৫,০০,০০০/- ও শিল্প প্লট-৩,০০,০০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকা (১০০ ফুট রাস্তার পার্শ্বে) আবাসিক-১,৫০,০০০/- ও বাণিজ্যিক-২,০০,০০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকা (অনধিক ১০০ ফুট রাস্তার পার্শ্বে) আবাসিক-১,৩০,০০০/- ও বাণিজ্যিক-১,৮০,০০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা (বিশ্বরোড সংলগ্ন) আবাসিক-১,৫০,০০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা (বিতরের ৪০ ফুট ও অভ্যন্তরীণ রাস্তার পার্শ্বে) ১,৩০,০০০/-, হাজারীবাগ শিল্প এলাকা আবাসিক-২,৯০,০০০/- ও বাণিজ্যিক-৩,৬০,০০০/-, মতিঝিল বাণিজ্যিক এলাকা ২০,০০,০০০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা ২০,০০,০০০/-, কক্সবাজার আবাসিক এলাকা ১,৫০,০০০/-, শেরেবাংলা নগর/আগারগাঁও প্রশাসনিক এলাকা আবাসিক-৩,০০,০০০/- ও বাণিজ্যিক-৫,০০,০০০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ২,০০,০০০/- চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা ৬,০০,০০০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ) ২,০০,০০০/- টাকা
২. প্রতি বর্গফুট আবাসিক ফ্ল্যাট/বাণিজ্যিক ফ্লোরের হস্তান্তর অনুমতি ফি ধানমন্ডি এলাকা ২৬০/- (আবাসিক)/- ও ১০০০/- (বাণিজ্যিক), তেজগাঁও শিল্প এলাকা ১০০০/- ও শিল্প প্লট-৮০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকা (১০০ ফুট রাস্তার পার্শ্বে) ২০০/- (আবাসিক) ও ৫০০/- (বাণিজ্যিক), খিলগাঁও পুনর্বাসন এলাকা (অনধিক ১০০ ফুট রাস্তার পার্শ্বে) ১৫০/- (আবাসিক) ও ৪০০/- (বাণিজ্যিক), রাজারবাগ পুনর্বাসন এলাকা (বিশ্বরোড সংলগ্ন) ২০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা (ভিতরের ৪০ ফুট ও অভ্যন্তরীণ রাস্তার পার্শ্বে) ১৬০/-, হাজারীবাগ শিল্প এলাকা, ৩২০/- (আবাসিক) ও ৮০০০/- (বাণিজ্যিক), মতিঝিল বাণিজ্যিক এলাকা ১২০০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা ১০০০/-, কক্সবাজার আবাসিক এলাকা ৪০০/-, শেরেবাংলা নগর/আগারগাঁও প্রশাসনিক এলাকা ৩০০/- (আবাসিক) ও ৮০০/- (প্রাতিষ্ঠানিক/ বাণিজ্যিক), চট্টগ্রাম আবাসিক এলাকা ২০০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা-৮০০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ) ৮০০/-
৩. হস্তান্তর অনুমতি ফি ১-৩২০১-০০০১-১৮৬৬ নং কোডে ও নামজারির অনুমতি ফি ১-৩২০১-০০০১-১৮৭৬ নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক লিমিটেডে জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে। |
৪৫ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১৫০১৭৪৬২ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল:
|
২. |
প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/ দোকান এর হেবা/দান দলিলমূলে নামজারির অনুমতি প্রদান:
|
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইপূর্বক প্লট/ফ্ল্যাট নামজারির পরিপত্র অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. নামজারির অনুমতি ফি জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক নামজারির অনুমতি প্রদান;
৩. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ।
|
(১) সকল প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ফ্লোরস্পেস/দোকান ইত্যাদির হেবা কিংবা দানের মাধ্যমে হস্তান্তর দলিল সম্পাদনের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্বানুমতির প্রয়োজন হইবে না। সরাসরি সাব-রেজিস্ট্রার অফিসে হেবা কিংবা দান হস্তান্তর দলিল সম্পাদন করিতে পারিবেন।
(২) হেবা/দান হস্তান্তর দলিল সম্পাদনের পর হেবা/দান গ্রহিতাকে নামজারির অনুমতির জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে। (৩) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে: (৪) হেবা/দান দলিলের সার্টিফাইড কপি; (৫) হেবা/দান দাতা ও গ্রহিতার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; (৬) হেবা/দান দাতার নামে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসের নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি; (৭) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে হেবা/দান দাতা-গ্রহিতার (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথক ছবিযুক্ত নোটারীকৃত হলফনামা (হলফনামার নমুনা পরিশিষ্ট-গ); (৮) হেবা হস্তান্তর দাতা ও হেবা হস্তান্তর গ্রহিতা প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি।
(৯) নির্ধারিত হস্তান্তর অনুমতি ফি (প্রযোজ্য ক্ষেত্রে) ও নামজারির অনুমতি ফি সংশ্লিষ্ট সরকারি কোডে জমা প্রদান করিতে হইবে।
(১০) হেবা/দানের ক্ষেত্রে পিতা-মাতা কর্তৃক সন্তান’কে, সন্তান কর্তৃক পিতা-মাতা’কে, স্বামী কর্তৃক স্ত্রী’কে, স্ত্রী কর্তৃক স্বামী’কে, দাদা-দাদী, নানা-নানী কর্তৃক নাতী-নাতনী’কে ও নাতী-নাতনী কর্তৃক দাদা-দাদী, নানা-নানী’কে হেবা/দান ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে হস্তান্তর অনুমতি ফি (যদি থাকে) প্রদান করিতে হইবে।
|
১. জমি/প্লটের নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক জমি ৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট- ৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট-৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১২,০০০/- ও বাণিজ্যিক-২০,০০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১২,০০০/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১২,০০০/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০,০০০/- মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০,০০০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ২০,০০০/- কক্সবাজার আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা ২৫,০০০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ) ২০,০০০/-, অন্যান্য বিভাগী সদর ১০,০০০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ৪,০০০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০,০০০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা ১৫,০০০/-
২. ফ্ল্যাট/এ্যাপার্টমেন্ট/ফ্লোর স্পেস এর নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক ২০/- ও বাণিজ্যিক-৩০, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-২০, ও বাণিজ্যিক প্লট-৩০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১৫/- ও বাণিজ্যিক-২৫/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১৫/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১৫/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০/-, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৪০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০/-, কক্সবাজার আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা-৩০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ)-২৫/-, অন্যান্য বিভাগী সদর ১০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ১০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা-২০/- ৩. নামজারির অনুমতি ফি ১-৩২০১-০০০১-১৮৭৬ নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক পিএলসি এ জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে। |
৩০ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল:
|
৩. |
আবাসিক/শিল্প/ বাণিজ্যিক এলাকার প্লট/ উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/ দোকান এর ওয়ারিশ হিসেবে নামজারির অনুমতি প্রদান:
|
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইপূর্বক প্লট/ফ্ল্যাট ওয়ারিশ হিসেবে নামজারির পরিপত্র অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. নামজারির অনুমতি ফি জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক নামজারির অনুমতি প্রদান;
৩. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ।
|
(১) কোন মালিকের মৃত্যু হইলে মৃত ব্যক্তির ওয়ারিশগণ-কে নামজারির অনুমতির জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে।
(২) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে:
(৩) মালিকের মৃত্যু সনদ ও তার ওয়ারিশন সনদ;
(৪) ওয়ারিশগণের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
(৫) প্রত্যেক ওয়ারিশের প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
(৬) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ওয়ারিশগণের ছবিযুক্ত নোটারীকৃত হলফনামা (হলফনামার নমুনা-পরিশিষ্ট-ঘ);
(৭) ওয়ারিশগণের মধ্যে কেউ বিদেশে অবস্থান করিলে তাহার পক্ষে অন্যান্য ওয়ারিশগণ হলফনামা সম্পাদন করিতে পারিবেন;
(৮) মৃত মালিকের নামে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসের নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি।
(৯) নির্ধারিত নামজারির অনুমতি ফি সংশ্লিষ্ট সরকারি কোডে জমা প্রদান করিতে হইবে।
(১০) হস্তান্তর ও নামজারির অনুমতির আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কোন অস্পষ্টতা দেখা দিলে প্রয়োজনে সংশ্লিষ্টদের শুনানী গ্রহণপূর্বক আবেদন নিষ্পত্তি করিতে হইবে। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানকারীগণের ভিডিও কলের মাধ্যমে বক্তব্য/শুনানী গ্রহণ করা যাইবে। যিনি হলফনামা প্রদান করিবেন তিনি ভিডিও কলের মাধ্যমে শুনানী প্রদানকারীকে সনাক্ত করিবেন। |
১. জমি/প্লটের নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক জমি ৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট- ৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট-৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১২,০০০/- ও বাণিজ্যিক-২০,০০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১২,০০০/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১২,০০০/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০,০০০/- মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০,০০০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ২০,০০০/- কক্সবাজার আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা ২৫,০০০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ) ২০,০০০/-, অন্যান্য বিভাগী সদর ১০,০০০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ৪,০০০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০,০০০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা ১৫,০০০/-
২. ফ্ল্যাট/এ্যাপার্টমেন্ট/ফ্লোর স্পেস এর নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক ২০/- ও বাণিজ্যিক-৩০, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-২০, ও বাণিজ্যিক প্লট-৩০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১৫/- ও বাণিজ্যিক-২৫/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১৫/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১৫/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০/-, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৪০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০/-, কক্সবাজার আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা-৩০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ)-২৫/-, অন্যান্য বিভাগী সদর ১০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ১০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা-২০/- ৩. নামজারির অনুমতি ফি ১-৩২০১-০০০১-১৮৭৬ নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক পিএলসি এ জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে। |
৩০ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com (৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd (৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: jsdev2@mohpw.gov.bd |
৪. |
আবাসিক/ বাণিজ্যিক এলাকার প্লট/ উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/ দোকান এর অছিয়তনামা মূলে নামজারির অনুমতি প্রদান:
|
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইপূর্বক প্লট/ফ্ল্যাট অছিয়তনামা মূলে নামজারির পরিপত্র অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. নামজারির অনুমতি ফি জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক নামজারির অনুমতি প্রদান;
৩. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ।
|
(১) অছিয়তকারীর মৃত্যুর পরে প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ফ্লোরস্পেস/দোকান এর নামজারির অনুমতির জন্য অছিয়ত গ্রহিতা-কে সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে।
(২) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি দাখিল করিতে হইবে: (৩) রেজিস্ট্রিকৃত অছিয়তনামা যথাযথ আদালত কর্তৃক প্রবেট করে মন্ত্রণালয়ে দাখিল করিতে হইবে;
(৪) অছিয়তকারীর মৃত্যুসনদ;
(৫) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর ছবিযুক্ত নোটারীকৃত হলফনামা (হলফনামার নমুনা-পরিশিষ্ট-ঙ);
(৬) আবেদনকারী প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
(৭) অছিয়তকারীর নামে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসের নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি।
(৮) নির্ধারিত হস্তান্তর অনুমতি ফি ও নামজারির অনুমতি ফি সংশ্লিষ্ট সরকারি কোডে জমা প্রদান করিতে হইবে।
(৯) এ ক্ষেত্রে অছিয়তকারীর ওয়ারিশগণের শুনানী গ্রহণ করিতে হইবে।
|
১. জমি/প্লটের নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক জমি ৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট- ৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট-৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১২,০০০/- ও বাণিজ্যিক-২০,০০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১২,০০০/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১২,০০০/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০,০০০/- মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০,০০০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ২০,০০০/- কক্সবাজার আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা ২৫,০০০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ) ২০,০০০/-, অন্যান্য বিভাগী সদর ১০,০০০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ৪,০০০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০,০০০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা ১৫,০০০/-
২. ফ্ল্যাট/এ্যাপার্টমেন্ট/ফ্লোর স্পেস এর নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক ২০/- ও বাণিজ্যিক-৩০, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-২০, ও বাণিজ্যিক প্লট-৩০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১৫/- ও বাণিজ্যিক-২৫/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১৫/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১৫/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০/-, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৪০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০/-, কক্সবাজার আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা-৩০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ)-২৫/-, অন্যান্য বিভাগী সদর ১০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ১০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা-২০/- ৩. নামজারির অনুমতি ফি ১-৩২০১-০০০১-১৮৭৬ নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক পিএলসি এ জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে। |
৩০ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১২২১৭৬৪০ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: jsdev2@mohpw.gov.bd |
৫. |
আবাসিক/ বাণিজ্যিক এলাকার প্লট/ উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/ দোকান এর এওয়াজ বদল দলিল মূলে নামজারির অনুমতি প্রদান |
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইপূর্বক প্লট/ফ্ল্যাট এওয়াজ বদল দলিল মূলে নামজারির পরিপত্র অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. নামজারির অনুমতি ফি জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক নামজারির অনুমতি প্রদান;
৩. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ।
|
(১) এওয়াজ বদল দলিলমূলে নামজারির অনুমতির ক্ষেত্রে উভয়পক্ষ-কে নামজারির জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে।
(২) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে: (৩) এওয়াজ বদল দলিলের সার্টিফাইড কপি;
(৪) দাতা-গ্রহিতা প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
(৫) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে দাতা-গ্রহিতার পৃথক ছবিযুক্ত নোটারীকৃত হলফনামা (হলফনামার নমুনা-পরিশিষ্ট-চ); (৬) দাতার নামে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসের নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি।
(৭) নির্ধারিত হস্তান্তর অনুমতি ফি ও নামজারির অনুমতি ফি সংশ্লিষ্ট সরকারি কোডে জমা প্রদান করিতে হইবে। |
১. জমি/প্লটের নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক জমি ৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট- ৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-৫ কাঠা পর্যন্ত ২০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৪০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৬০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৮০,০০০/-, বাণিজ্যিক প্লট-৫ কাঠা পর্যন্ত ৩০,০০০/-, ১০ কাঠা পর্যন্ত ৫০,০০০/-, ১৫ কাঠা পর্যন্ত ৭০,০০০/- ১৫ কাঠার উর্ধ্বে ৯০,০০০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১২,০০০/- ও বাণিজ্যিক-২০,০০০/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১২,০০০/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১২,০০০/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০,০০০/- মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০,০০০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ২০,০০০/- কক্সবাজার আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ১৫,০০০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা ২৫,০০০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ) ২০,০০০/-, অন্যান্য বিভাগী সদর ১০,০০০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ৪,০০০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০,০০০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা ১৫,০০০/-
২. ফ্ল্যাট/এ্যাপার্টমেন্ট/ফ্লোর স্পেস এর নামজারির অনুমতি ফি ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক ২০/- ও বাণিজ্যিক-৩০, তেজগাঁও শিল্প এলাকার জন্য শিল্প প্লট-২০, ও বাণিজ্যিক প্লট-৩০/-, খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য আবাসিক-১৫/- ও বাণিজ্যিক-২৫/-, রাজারবাগ পুনর্বাসন এলাকা, ঢাকা আবাসিক-১৫/-, হাজারীবাগ আবাসিক এলাকা ১৫/-, হাজারীবাগ শিল্প এলাকা, ঢাকা ২০/-, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা ৪০/-, নবাবপুর বাণিজ্যিক এলাকা, ঢাকা ৩০/-, কক্সবাজার আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম আবাসিক এলাকা ২০/-, চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা-৩০/-, চট্টগ্রাম শিল্প এলাকা (বায়েজীদ বোস্তামী/নাসিরাবাদ)-২৫/-, অন্যান্য বিভাগী সদর ১০/-, অন্যান্য শহর আবাসিক এলাকা ১০/-, অন্যান্য শহর শিল্প এলাকা ১০/- এবং অন্যান্য শহর বাণিজ্যিক এলাকা-২০/- ৩. নামজারির অনুমতি ফি ১-৩২০১-০০০১-১৮৭৬ নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক পিএলসি এ জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে। |
৩০ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: |
৬. |
আবাসিক/শিল্প/ বাণিজ্যিক এলাকার প্লট/ উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/ দোকান এর জন্য আমমোক্তারনামা গ্রহণ/গৃহীত আমমোক্তারনামা বাতিল:
|
১. আবেদকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইবাছাইপূর্বক নীতিমালা অনুযায়ী আমমোক্তার দাতা ও গ্রহীতার শুনানী গ্রহণ; ২. শুনানীতে রেকর্ডকৃত বক্তব্য ও দাখিলকৃত প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষান্তে আবেদন নিষ্পত্তিপূর্বক পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ।
|
(১) পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ ও পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ অনুযায়ী প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস ফ্লোরস্পেস/ দোকান প্রভৃতির জন্য নিয়োগকৃত রেজিস্টার্ড আমমোক্তার মন্ত্রণালয় কর্তৃক গ্রহণ করিবার জন্য অথবা নিয়োগকৃত রেজিস্টার্ড আমমোক্তার এ মন্ত্রণালয় কর্তৃক গ্রহণ করিবার পর পরবর্তীতে অনিবার্য কারণে আমমোক্তারনামায় বর্ণিত শর্তাবলী সম্পাদন করা সম্ভব না হলে পক্ষগণের সম্মতিতে/আদালতের আদেশ মতে সম্পাদিত আমমোক্তারনামা বাতিল দলিল গ্রহণের জন্য বরাদ্দ প্রাপক/মালিক-কে সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে।
(২) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে
(৩) আমমোক্তার দাতা ও গ্রহিতার/ আমমোক্তারনামা বাতিল দলিল সম্পাদনকারী/ সম্পাদনকারীগণের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
(৪) সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/দোকান এর নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি; (৫) আমমোক্তারনামা/বাতিলকৃত আমমোক্তারনামা দলিলের সার্টিফাইড কপি;
(৬) আমমোক্তার দাতা-গ্রহিতার/আমমোক্তারনামা বাতিল দলিল সম্পাদনকারী/সম্পাদনকারীগণ প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
(৭) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে আমমোক্তার দাতা-গ্রহিতা এবং আমমোক্তারনামা বাতিল দলিল সম্পাদনকারী/সম্পাদনকারীগণের ছবিযুক্ত নোটারীকৃত পৃথক হলফনামা (হলফনামার নমুনা-পরিশিষ্ট-ছ)।
(৮) আবেদনপত্রে আমমোক্তার দাতা কর্তৃক আমমোক্তার গ্রহিতার স্বাক্ষর সত্যায়ন করিতে হইবে। একাধিক মালিকের ক্ষেত্রে সকল মালিকের স্বাক্ষর প্রয়োজন হইবে।
(৯) আমমোক্তার দাতা ও গ্রহিতা/ আমমোক্তারনামা বাতিল দলিল সম্পাদনকারী/সম্পাদনকারীগণের শুনানী গ্রহণ করিতে হইবে। শুনানীকালে আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করিতে হইবে। এ ক্ষেত্রে বিদেশে অবস্থানকারীগণের ভিডিও কলের মাধ্যমে বক্তব্য/শুনানী গ্রহণ করা যাইবে। শুনানীতে উপস্থিত আমমোক্তার দাতা/গ্রহিতাকে বিদেশে অবস্থাকারীগণের সনাক্ত করিতে হইবে। (১০) বিদেশে অবস্থানরত আমমোক্তার দাতা কর্তৃক আমমোক্তার গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে/আমমোক্তার গ্রহিতা-কে আমমোক্তার গ্রহণের আবেদন করিতে হইবে। দূতাবাসের মাধ্যমে প্রেরিত আমমোক্তারনামা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক Authenticated, জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রয়োজনীয় সংখ্যক Stamping করার পরে সংশ্লিষ্ট এলাকার সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন সম্পন্ন করিতে হইবে। বিদেশ হইতে সম্পাদিত আমমোক্তারনামা গ্রহণের ক্ষেত্রে আমমোক্তার দাতার হলফনামা ও শুনানী গ্রহণ বাধ্যতামূলক নহে।
|
বিনামূল্যে |
৪৫ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: |
৭. |
আবাসিক/শিল্প/ বাণিজ্যিক এলাকার প্লট/ উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/ দোকান এর বন্ধক রাখার অনুমতি প্রদান: |
১. আবেদকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইবাছাইপূর্বক প্লট/ ফ্ল্যাট/ফ্লোরস্পেস বন্ধক অনুমতির নীতিমালা অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ। |
(১) প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/দোকান প্রভৃতির বরাদ্দ প্রাপক/মালিক বা মালিকের নিযুক্ত আমমোক্তার-কে যে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক (Mortgage) রাখিবার অনুমতির জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে:
(২) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে:
(৩) আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
(৪) আবেদনকারী প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
(৫) সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস/দোকান এর নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি। ক্রয় দলিলের সার্টিফাইড কপি, গ্রাউন্ড রেন্ট পরিশোধের কপি;
(৬) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর ছবিযুক্ত নোটারীকৃত হলফনামা; (হলফনামার নমুনা-পরিশিষ্ট-জ);
(৭) ইতোপূর্বে কোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিকট বন্ধক রাখা হইলে সেই ঋণ পরিশোধের স্বপক্ষে Deed of Redemption এর সার্টিফাইড কপি।
(৮) যেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্লট/উপ-প্লট/খণ্ড জমি ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ফ্লোরস্পেস/ দোকান এর বন্ধক রাখিবার আবেদন করা হইবে। সেই ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান হইতে অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (উন্নয়ন অনুবিভাগ-২), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর সম্পত্তির তফশীলসহ ঋণ প্রদান বিষয়ক একটি সম্মতিপত্র প্রদান করিতে হইবে। |
বিনামূল্যে |
৪৫ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: |
৮. |
আবাসিক/শিল্প এলাকার প্লট/ উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/ এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস এর বাণিজ্যিক/ প্রাতিষ্ঠানিক শ্রেণিতে কনভার্সনের অনুমতি প্রদান: |
১. আবেদকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইবাছাইপূর্বক প্লট/ফ্লোর বাণিজ্যিক অনুমতির নীতিমালা অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পরে বাণিজ্যিক অনুমতি ফি জমা দানের পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ;
৩. বাণিজ্যিক অনুমতির ফি জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক বাণিজ্যিক অনুমতি অনুমতি প্রদান;
৪. অনুমতি প্রদান পত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ।
|
(১) বরাদ্দ প্রাপক/মালিক বা মালিকের নিযুক্ত আমমোক্তার-কে আবাসিক/শিল্প এলাকার কেবলমাত্র অনুমোদিত রোডসমূহের পার্শ্ববর্তী প্লট/উপ-প্লট/খণ্ড জমি/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ ফ্লোরস্পেস বাণিজ্যিক/প্রাতিষ্ঠানিক শ্রেণিতে কনভার্সনের অনুমোদিত নীতিমালা অনুসরণে কনভার্সনের অনুমতির জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে। (২) আবেদনকারীকে আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে: (৩) আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; (৪) সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে প্লট/উপ-প্লট/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ফ্লোরস্পেস এর নামজারি জমাভাগের প্রস্তাবপত্র, ডি.সি.আর ও হালনাগাদ ভূম উন্নয়ন কর পরিশোধের রশিদের সত্যায়িত কপি; (৫) আবেদনকারী প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি; (৬) ৩০০/- টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে আবেদনকারীর ছবিযুক্ত নোটারীকৃত হলফনামা (হলফনামার নমুনা পরিশিষ্ট-ঝ); (৭) কনভার্সনের জন্য নির্ধারিত ফি সংশ্লিষ্ট সরকারি কোডে জমা প্রদান করিতে হইবে। |
বিনামূল্যে |
৬০ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: |
৯. |
আবাসিক/শিল্প/ বাণিজ্যিক এলাকার প্লট বিভাজন ও একত্রিকরণের অনুমতি প্রদান: |
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন ও প্লট বিভাজ ও একত্রীকরণের প্রস্তাবের বিষয়ে স্থাপত্য অধিদপ্তরের মতামত গ্রহণ;
২. স্থাপত্য অধিদপ্তরের মতামতের ভিত্তিতে আবেদন নিস্পত্তিপূর্বক অনুমতিপত্র ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় প্রেরণ। |
(১) আবাসিক/শিল্প/বাণিজ্যিক এলাকার প্লটসমূহের বরাদ্দ প্রাপক/মালিক বা মালিকের নিযুক্ত (২) আমমোক্তারকে প্লট বিভাজন ও একত্রিকরণের জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে।
(২) আবেদনকারীকে আবেদনের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করিতে হইবে:
(৩) আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;
(৪) আবেদনকারী প্রাপ্ত বয়স্ক হলে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি, অপ্রাপ্ত বয়স্ক হলে জন্মনিবন্ধন সনদ এবং বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকের জাতীয় পরিচয়পত্র না থাকিলে পাসপোর্ট এর সত্যায়িত কপি;
(৫) প্লটের বরাদ্দপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);
(৬) প্লট/উপ-প্লট/ফ্ল্যাট/এ্যাপার্টমেন্টস/ফ্লোরস্পেস/ দোকান এর দলিলের সার্টিফাইড কপি;
(৭) আমমোক্তারনামার সার্টিফাইড কপি (প্রযোজ্য ক্ষেত্রে);
(৮) হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ ও গ্রাউন্ড ট্যাক্স পরিশোধের রশিদের সত্যায়িত কপি।
(৯) ধানমন্ডি আবাসিক এলাকার প্লট বিভাজনের ক্ষেত্রে বিভাজিত প্লটের আয়তন সর্বনিম্ন ৫ (পাঁচ) কাঠা হইবে।
(১০) তেজগাঁও শিল্প এলাকার প্লট বিভাজনের ক্ষেত্রে বিভাজিত প্লটের আয়তন সর্বনিম্ন ১০ (দশ) কাঠা হইবে।
(১১) পাশাপাশি প্লটের মালিক/মালিকগণ প্লট একত্রিকরণের আবেদন করিতে পারিবেন। (১২) প্লট বিভাজন কিংবা একত্রিকরণের আবেদনের সাথে প্লটের মালিক/মালিকগণের স্বাক্ষরযুক্ত ডিজিটাল সার্ভে নকশা দাখিল করিতে হইবে। দাখিলকৃত নকশার বিষয়ে স্থাপত্য অধিদপ্তর ও সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের মতামত গ্রহণ করিতে হইবে। |
বিনামূল্যে |
স্থাপত্য অধিদপ্তরের মতামতসহপ্রতিবেদন প্রাপ্তর পর হতে ৪৫ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪
ই-মেইল: |
১০. |
খন্ড জমি বরাদ্দ প্রদান |
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন যাচাইবাছাইপূর্বক জমি বরাদ্দের নীতিমালা অনুযায়ী প্রক্রিয়াকরণ;
২. জমির মূল্য জমা প্রদানের চালান অনলাইন যাচাইপূর্বক বরাদ্দপত্র জারি;
৩. বরাদ্দপত্র সরকারি ডাকে আবেদনকারীর নিকট প্রেরণ। |
১. খন্ড জমি বরাদ্দের জন্য সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বরাবর আবেদন করিতে হইবে। ২. জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন সনদ এর সত্যায়িত কপি; ৩. মূল প্লটের জমির নামজারির খতিয়ান/ডিসিআর/ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা; ৪. ভূমি বরাদ্দ কমিটি কর্তৃক প্রস্তাবিত ও মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক অনুমোদিত রেজুলেশনের কপি। |
সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারের অধিক্ষেত্রাধীন এলাকার নির্ধারিত মূল্য হিসেবে প্রার্থীত জমির মূল্য কোড নং-১-৩২০১-০০০১-৩৬০১ ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লিমিটেডে জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে। |
৯০ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর:০১৭১৫০১৭৪৬২ |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪ ই-মেইল: |
১১. |
প্লটে নির্মিতব্য ভবনের নকশা পাশের অনাপত্তি প্রদান |
১. আবেদনকারীর নিকট হতে ডাকযোগে অথবা সরাসরি প্রাপ্ত আবেদন ও নকশা প্রাপ্তির পর বরাদ্দপত্র ও লীজ দলিলের শর্তানুযায়ী নকশা প্রস্তুত করা হয়েছে কিনা তা পরীক্ষান্তে নকশা পাশের অনাপত্তি প্রদান; ২. নকশা পাশের অনাপত্তি পত্র ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় প্রেরণ। |
১. প্লট/উপ-প্লট/ফ্ল্যাট/এপার্টমেন্টস/ফ্লোরস্পেস/ দোকান প্রভৃতির বরাদ্দপ্রাপক/মালিক/মালিক কর্তৃক নিযুক্ত আমমোক্তারকে যুগ্মসচিব/অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) বরাবর আবেদন করিতে হইবে।
২. আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; ৩. আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ জন্মনিবন্ধন সনদ এর সত্যায়িত কপি; ৪. সংশ্লিষ্ট নামজারি মামলার ডিসিআর ও খতিয়ানের সত্যায়িত কপি; ৫.হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা। |
বিনামূল্যে |
৪৫ কার্যদিবস |
(১) ঢাকার ধানমন্ডি আবাসিক এলাকার জন্য জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা যুগ্মসচিব, উন্নয়ন অধিশাখা-৭ ফোনঃ-০২২২৩৩৮৯৭৩৯ মোবাইল নম্বর-০১৭১২২১৭৬৪০ ই-মেইলঃ
(২) ঢাকার তেজগাঁও শিল্প এলাকা ও শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকার জন্য জনাব মোঃ জহিরুল ইসলাম খান যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৪) মোবাইল নম্বর: ০১৭১২-৬০১৫৯৫ ফোন: ০২৫৫১০০৩৭৫ ই-মেইলঃ Section14mohpw@gmail.com
(৩) ঢাকার খিলগাঁও পুনর্বাসন এলাকার জন্য জনাব দেবময় দেওয়ান যুগ্মসচিব ( উন্নয়ন শাখা-৮) ফোন-০২২২৩৩৮৮৪১৬ মোবাইল নম্বর- ০১৭১৬২৭৫৯৩১ ইমেইল-dsdev8@mohpw.gov.bd
(৪) ঢাকার রাজারবাগ, বাসাবো, মতিঝিল, দিলকুশা, রমনা, লালবাগ, নবাবপুর, এলাকাসহ সকল বিভাগীয় ও জেলা সদর এবং উপজেলা পর্যায়ের (চট্টগ্রাম ও কক্সবাজার ব্যতীত) জন্য
জনাব মোঃ ফরিদুল ইসলাম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-১৫) মোবাইল নম্বর- ০১৩২৪৩৮৯০৫৫ ফোন: ৫৫১০০৪৬১ E-mail:
(৫) ঢাকা শহর বাদে দেশের অন্যান্য জেলার জন্য জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ০২২২৩৩৯০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২
|
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল: ০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪
ই-মেইল: |
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
(৮) |
১. |
প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ প্রদান |
১. আবেদনকারী বিভাগ/ অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থা হতে প্রাপ্ত প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দের প্রস্তাবের বিষয়ে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরের মতামত গ্রহণ; ২. মতামত পরীক্ষাপূর্বক ভূমি বরাদ্দ কমিটিতে উপস্থাপন; ৩.ভূমি বরাদ্দ কমিটির সিদ্ধান্তনুযায়ী প্লট বরাদ্দের জিও জারী; ৩. প্লটের মূল্য আদায় সাপেক্ষে জমির দলিল সম্পাদন। |
১. দপ্তর/সংস্থা প্রধানের নিকট হতে জমি বরাদ্দের আবেদন; ২. সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশসহ অগ্রায়ন; ৩. দপ্তর/সংস্থার ন্যূনতম চাহিদা নিরূপণ করবে ৪. সংশ্লিষ্ট জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশ (ঢাকা জেলা ব্যতিত) |
সংশ্লিষ্ট এলাকার মৌজারেট হিসেবে প্রার্থিত জমির মূল্য কোড নং ১-৩২০১-০০০১-৩৬০১ এ বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেডে জমা প্রদান করতে হবে। |
১২০ কার্যদিবস |
জনাব মোঃ মনিরুল আলম যুগ্মসচিব (উন্নয়ন শাখা-৯) ফোন: ৯৫৭০৬৪৯, মোবাইল নম্বর: ০১৭১৫০১৭৪৬২ dsdev9@mohpw.gov.bd |
জনাব শাহনাজ সামাদ অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-২) মোবাইল:০১৭১১৩৭৬২৭০ টেলিফোন: 0২-৫৫১০০৪৩৪
ই-মেইল:
|
২. |
পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড (এপিএমবি) কে পরিত্যক্ত বাড়িঘর বরাদ্দের প্রশাসনিক অনুমোদন প্রদান |
১. পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড (এপিএমবি) হতে প্রাপ্ত পরিত্যক্ত বাড়ি-ঘর বরাদ্দের প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষাপূর্বক ‘বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি (শহর এলাকার বাড়ি) বিধিমালা ১৯৭২’ এবং ‘পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলী) অধ্যাদেশ ১৯৮৫’ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ; ২. মন্ত্রণালয়ের সিদ্ধান্তসহ নথি পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে প্রেরণ। |
১. সুনির্দিষ্ট প্রস্তাবসহ নথি; ২. নথিতে নিম্নলিখিত কাগজপত্র থাকতে হবে; ক.আবেদপত্র (শহীদ মুক্তিযোদ্ধা/যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার আবেদন); খ. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র; গ. জাতীয় পরিচয় পত্র; ঘ. মুক্তিযোদ্ধা সনদ; ঙ. আনুসঙ্গিক অন্যান্য কাগজপত্র। |
বিনামূল্যে |
প্রস্তাব প্রাপ্তির ৩০ কার্যদিবস মধ্যে |
জনাব অভিজিৎ রায় উপসচিব (মনিটরিং অধিশাখা-১০) মোবাইল নম্বর :০১৭১২০৭২৯৩৯ ফোন: ৯৫৪০৩৪৫ sasmoni10@mohpw.gov.bd |
সৈয়দা ফারহানা কাউনাইন যুগ্মসচিব (মনিটরিং অনুবিভাগ) মোবাইল: ০১৭১৫১১৯৭৭৫ টেলিফোন: ৫৫১০০৭১৬ ই-মেইল: moniwing@mohpw.gov.bd
|
৩. |
পরিত্যক্ত বাড়ি/ ঘরের বিক্রয় দলিল সম্পাদনের অনুমতি প্রদান |
১. পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড হতে পরিত্যক্ত বাড়ি-ঘর বিক্রয় দলিল সম্পাদনের প্রাপ্ত প্রস্তাব পরীক্ষা-নীরিক্ষাপূর্বক দলিল সম্পাদনের অনুমতি প্রদান; ২.মন্ত্রণালয়ের সিদ্ধান্তসহ নথি পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডে প্রেরণ। |
১. সুনির্দিষ্ট প্রস্তাবসহ নথি; ২. নথিতে নিম্নলিখিত কাগজপত্র থাকতে হবে; ক. আবেদনপত্র (ডি.এ প্রাপক, শহীদ মুক্তিযোদ্ধা/ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের আবেদন); খ. ডি.এন প্রাপক হলে ডি.এন এর মূল কপি বাড়ি ভাড়ার হালনাগাদ পরিশোধিত চালানের কপি; গ. বীর মুক্তিযোদ্ধা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র; ঘ. হালনাগাদ বাড়ি ভাড়া পরিশোধের কপি; ঙ. জাতীয় পরিচয় পত্র; চ. মুক্তিযোদ্ধা সনদ; ছ. আনুসঙ্গিক অন্যান্য কাগজপত্র। |
বিনামূল্যে |
প্রস্তাব প্রাপ্তির ৩০কার্যদিবমধ্যে |
জনাব অভিজিৎ রায় উপসচিব (মনিটরিং অধিশাখা-১০) মোবাইল নম্বর :০১৭১২০৭২৯৩৯ ফোন: ৯৫৪০৩৪৫ |
সৈয়দা ফারহানা কাউনাইন যুগ্মসচিব (মনিটরিং অনুবিভাগ) মোবাইল: ০১৭১৫১১৯৭৭৫ টেলিফোন: ৫৫১০০৭১৬
ই-মেইল: moniwing@mohpw.gov.bd
|
৪. |
দপ্তর/ সংস্থার অনুকূলে অর্থ ছাড় |
১. দপ্তর/সংস্থা হতে অর্থ ছাড়ের প্রস্তাব প্রাপ্তি; ২.অর্থ অবমুক্তির নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় কর্তৃক সরাসরি এবং প্রযোজ্য ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতিক্রমে দপ্তর/সংস্থার অর্থ ছাড়ের আদেশ জারী। |
১. দপ্তর/ সংস্থা হতে প্রাপ্ত প্রস্তাব; ২. নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য; ৩.অর্থের অনুমোদিত বিভাজন। প্রাপ্তিস্থান: বাজেট অধিশাখা। |
বিনামূল্যে |
০৭ কার্যদিবস |
জনাব মোঃ মাহবুবুর রহমান উপসচিব (বাজেট শাখা অধিশাখা) ই-মেইলঃ dsbudget@mohpw.gov.bd মোবাইলঃ ০১৭৫৭৫০৩৩৭৮ ফোন (অফিস): ৯৫৫৭৪৬০ |
জনাব শাকিলা জেরিন আহমেদ অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) টেলিফোন:০২ ৫৫১০০৫২৪ মোবাইল: ০১৫৫২৪১৬৯৮৮ ই-মেইল:
|
৫.
|
দপ্তর/সংস্থার মেরামত অযোগ্য গাড়ি অকেজো ঘোষণা |
১. দপ্তর/ সংস্থা হতে মেরামত অযোগ্য গাড়ি অকেজো ঘোষণার প্রস্তাব প্রাপ্তি; ২.কনডেমনেশন কমিটির সুপারিশ গ্রহণক্রমে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রস্তাবিত গাড়িসমূহের অকেজো ঘোষণার আদেশ জারী। |
১. দপ্তর/ সংস্থা হতে প্রাপ্ত প্রস্তাব; ২. বিআরটিএ-এর প্রয়োজনীয় প্রত্যয়ন; ৩.দপ্তর/সংস্থার জরীপ প্রতিবেদন।
|
বিনামূল্যে |
২১ কার্যদিবস |
জনাব রুবায়েত হায়াত শিপলু সিনিয়র সহকারী সচিব (বাজেট শাখা/ অধিশাখা) ই-মেইলঃ dsbudget@mohpw.gov.bd মোবাইলঃ ০১৮৫৮৬১৭৩৭৫ ফোন (অফিস): ০২-৫৫১০১০২৩ |
জনাব শাকিলা জেরিন আহমেদ অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) টেলিফোন ৫৫১০০৫২৪ মোবাইল: ০১৫৫২৪১৬৯৮৮ ই-মেইল:
|
৬. |
দপ্তর/সংস্থার নতুন গাড়ি ক্রয়ের অনুমতি প্রদান ও অর্থ বরাদ্দ প্রদান |
১. দপ্তর/ সংস্থা হতে নতুন গাড়ি ক্রয়ের প্রস্তাব পরীক্ষাপূর্বক কনডেমনেশন কমিটিতে উপস্থাপন; ২. অকেজো ঘোষণা কমিটির সুপারিশ গ্রহণপূর্বক অনুমতি প্রদান। |
১. দপ্তর/ সংস্থা হতে প্রাপ্ত প্রস্তাব; ২. পুরাতন গাড়ি অকেজো ঘোষণা কমিটির সুপারিশ; ৩.পুরাতন গাড়ি বিক্রয়লব্ধ অর্থ জমা প্রদানের চালান। |
বিনামূল্যে |
০৬ কার্যদিবস |
জনাব মোঃ মাহবুবুর রহমান উপসচিব (বাজেট শাখা অধিশাখা) ই-মেইলঃ dsbudget@mohpw.gov.bd মোবাইলঃ ০১৭৫৭৫০৩৩৭৮ ফোন (অফিস): ৯৫৫৭৪৬০ |
জনাব শাকিলা জেরিন আহমেদ অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) টেলিফোন ৫৫১০০৫২৪ মোবাইল: ০১৫৫২৪১৬৯৮৮ ই-মেইল:
|
৭. |
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রস্তাবের প্রেক্ষিতে বেসরকারি আবাসিক প্রকল্প অনুমোদন |
১. প্রকল্পের চেয়ারম্যান/ ব্যবস্থাপনা পরিচালকের আবেদনের কারিগরী দিকসমূহ রাজউক কর্তৃক পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ। ২.“বেসরকার আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা” দ্বারা গঠিত কমিটি কর্তৃক অনুমোদন প্রদান; ৩. অনুমোদিত প্রকল্প রাজউকে প্রেরণ। |
১. জিআইএস ডাটা বেইজ অনুযায়ী পূরণকৃত আবেদন ফরম; ২. আবেদনকারী প্রতিষ্ঠানের উদ্যোক্তা নিবন্ধীকরণ হালনাগাদ সনদ; ৩.ট্রেড লাইসেন্স; ৪. আয়কর সনদ; ৫.ব্যাংক সলভেন্সি রিপোর্ট; ৬. মূল্য সংযোজন কর এর নিবন্ধনপত্র; ৭. মেমোরেন্ডাম এবং আর্টিক্যালস অব এ্যাসোসিয়েশনসহ সার্টিফিকেট অব ইনকর্পোরেশন; ৮. কারিগরী যোগ্যতা সম্বলিত তথ্যাবলী, নিবন্ধীত নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী ও স্থপতির সম্মতিপত্র ও সনদপত্রের ছায়ালিপি; ৯. বিভিন্ন সেবা সংস্থার ছাড়পত্রের ছায়ালিপি; ১০. জেলা প্রশাসক, ঢাকা হতে প্রাপ্ত প্রকল্পভূক্ত জমির মালিকানা সংক্রান্ত তথ্যাবলি এর সত্যায়িত ছায়ালিপি; ১১. প্রকল্প অনুমোদন ফি রশিদের সত্যায়িত ছায়ালিপি; ১২.রাজউক বোর্ড সভার সিদ্ধান্ত; ১৩. বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী দাখিলকৃত নকশাদি। |
বিনামূল্যে |
৬০ কার্যদিবস |
ড. আরিফুল হক যুগ্মসচিব, পরিকল্পনা কোষ মোবাইল নম্বর:০১৭১২২৪২০০৬ ফোন: ৯৫৫০৯৪৪ dchief@mohpw.gov.bd |
জনাব মোঃ আব্দুল মতিন অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ-১) টেলিফোন: ০২-৫৫১০০৫৪৪ মোবাইল: ০১৭৩২৬৪৭৩৭২ ই-মেইল: |
৮. |
নতুন পদ সৃজনের প্রস্তাব অনুমোদন |
১. দপ্তর/ সংস্থা হতে প্রাপ্ত প্রস্তাবের বিষয়ে সংশ্লিষ্টদের সমন্বয়ে সভা করে পদ সৃজনের যৌক্তিকতা নির্ধারণ; ২. জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে নতুন পদ সৃজনের প্রস্তাব অনুমোদনক্রমে সংশ্লিষ্ট দপ্তর/ সংস্থায় প্রেরণ। |
১.নির্ধারিত ফরমে (সতের কলামের) দপ্তর/ সংস্থার প্রস্তাব; ২. প্রস্তাবের সাথে দাখিলকৃত কাগজপত্র; ক. দপ্তর/ সংস্থার অনুমোদিত সাংগঠনিক কাঠামো; খ. নতুন পদ সৃজনে অতিরিক্ত আর্থিক সংশ্লেষের পরিমাণ; গ. প্রস্তাবিত পদগুলোর কাজ; ঘ. দপ্তর/ সংস্থার নিয়োগ বিধিমালা। প্রাপ্তিস্থান: শাখা- ১, ২, ৫ ও ৬।
|
|
|
জনাব শেখ নূর মোহাম্মদ যুগ্মসচিব (প্রশাসন- ১ অধিশাখা) মোবাইল নম্বর : ০১৭১২০১৪৯৪৪ ফোন: ৫৫১০০৭৩৩ |
জনাব শাকিলা জেরিন আহমেদ অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) মোবাইল: ০১৫৫২৪১৬৯৮৮ টেলিফোন:০২ ৫৫১০০৫২৪
ই-মেইল:
|
৯. |
দপ্তর/ সংস্থার ১ম শ্রেণির কর্মকর্তাদের শিক্ষাছুটি/ প্রেষণ/লিয়েন মঞ্জুরী |
দপ্তর/ সংস্থা হতে শিক্ষা ছুটি/প্রেষণ/লিয়েন মঞ্জুরীর প্রস্তাব প্রাপ্তির পর সংশ্লিষ্ট কর্মকর্তার প্রয়োজনীয় তথ্য যাচাইপূর্বক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে অফিস আদেশ জারী করা হয়। |
১. দপ্তর/ সংস্থার প্রস্তাব; ২. প্রস্তাবের সাথে দাখিলকৃত কাগজপত্র; ক. কর্মকর্তার আবেদন; খ. সঠিক অফার লেটার; গ. নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশ। |
|
|
জনাব নায়লা আহমেদ যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা-২) ই-মেইল Dsad.mohpw@gmail.com মোবাইল: ০১৮১৯৫৫৭৯৪২ ফোন (অফিস): ৫৫১০০৭৫৮ |
জনাব শাকিলা জেরিন আহমেদ অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-২) মোবাইল: ০১৫৫২৪১৬৯৮৮ টেলিফোন: ৫৫১০০৫২৪ ই-মেইল: |
২.৩ অভ্যন্তরীণ সেবাসমূহঃ
ক্র. নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর ও ইমেইল) |
(১) |
(২) |
(৩) |
(৪) |
(৫) |
(৬) |
(৭) |
(৮) |
১. |
টাইমস্কেল/ সিলেকশন গ্রেড/ চাকুরীস্থায়ীকরণ/ নিয়মিতকরণ। |
প্রাপ্ত আবেদন প্রাপ্তি ও যাচাইপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের এতদবিষয়ে জারীকৃত নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে জিও জারীকরণ |
১. আবেদনকারীর নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশসহ আবেদন; ২.চাকুরীর খতিয়ান বহি; ৩.বার্ষিক গোপনীয় অনুবেদন; ৪.শৃঙ্খলামূলক প্রতিবেদন। |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
জনাব ফরিদা ইয়াসমিন উপসচিব (প্রশাসন অধিশাখা-৩) ই-মেইল dsadmin3@mohpw. gov.bd মোবাইল: ০১৭৩৫৫২৬২৫৯ ফোন (অফিস): ৫৮০৫০৮৮১ |
জনাব মো: আব্দুর রহমান তরফদার অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোবাইল: ০১৭১১১৫১৯২৫ টেলিফোন : ০২-৫৫১০০৫২০ ই-মেইল: addlsecadmin1@mohpw.gov.bd |
২. |
শ্রান্তি বিনোদন ছুটি ও অন্যান্য ছুটি মঞ্জুর |
১. আবেদন যাচাইবাছাইঅন্তে ‘বাংলাদেশ চাকরি (বিনোদন ভাতা) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী প্রক্রিয়াকরণ; ২. ছুটির প্রাপ্যতা সাপেক্ষে ভাতাসহ ছুটি মঞ্জুর। |
১.আবেদনকারীর নিয়ন্ত্রণাধীন কর্মকর্তার সুপারিশসহ আবেদন; ২. ছুটির নির্ধারিত ফরম (পুরণকৃত) ৩. শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্যতার প্রমাণক; প্রাপ্তিস্থান: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়। |
বিনামূল্যে |
১০ কার্যদিবস |
জনাব ফরিদা ইয়াসমিন উপসচিব (প্রশাসন অধিশাখা-৩) ই-মেইল dsadmin3@mohpw. gov.bd মোবাইল: ০১৭৩৫৫২৬২৫৯ ফোন (অফিস): ৫৮০৫০৮৮১ |
জনাব মো: আব্দুর রহমান তরফদার অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোবাইল: ০১৭১১১৫১৯২৫ টেলিফোন: ০২-৫৫১০০৫২০ ই-মেইল: addlsecadmin1@ mohpw.gov.bd |
৩. |
গৃহনির্মাণ/গৃহমেরামত/ মোটর সাইকেল/ কম্পিউটার/ বাইসাইকেল অগ্রীম মঞ্জুরী প্রদান |
১. প্রাপ্ত আবেদন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি কর্তৃক অনুমোদন; ২. বাজেটে অর্থের সংস্থান সাপেক্ষে অগ্রিম মঞ্জুরীর অফিস আদেশ জারী। |
১. নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশসহ আবেদন; ২. সম্পত্তি ক্রয়ের চুক্তি পত্র; ৩.বেতনের প্রত্যয়ন পত্র; ৪.নির্ধারিত ফরম (পূরণকৃত) প্রাপ্তি স্থান: প্রশাসন-৩ অধিশাখা |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
জনাব মো: আশিক উন নবী তালুকদার সিনিয়র সহকারী সচিব (প্রশাসন শাখা-১৩) ই-মেইল admin13@mohpw. gov.bd মোবাইল: ০১৬৭৫৫১৩৪৬২ ফোন (অফিস):০২-৫৫১০০৮৮০ |
জনাব মো: আব্দুর রহমান তরফদার অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোবাইল: ০১৭১১১৫১৯২৫ টেলিফোন: ০২-৫৫১০০৫২০ ই-মেইল: addlsecadmin1@mohpw.gov.bd |
৪. |
সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুরি |
সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী প্রাপ্ত আবেদন নিষ্পত্তিপূর্বক জিও জারী করা। |
১. নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশসহ আবেদন; ২. নির্ধারিত ফরম (পূরণকৃত); ৩. ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের প্রমাণক;
প্রাপ্তি স্থান: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
০৭ কার্যদিবস |
জনাব ফরিদা ইয়াসমিন উপসচিব (প্রশাসন অধিশাখা-৩) ই-মেইল dsadmin3@mohpw. gov.bd মোবাইল: ০১৭৩৫৫২৬২৫৯ ফোন (অফিস): ৫৮০৫০৮৮১ |
জনাব মো: আব্দুর রহমান তরফদার অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোবাইল: ০১৭১১১৫১৯২৫ টেলিফোন : ০২-৫৫১০০৫২০ ই-মেইল: addlsecadmin1@mohpw.gov.bd |
৫. |
সাধারণ ভবিষ্য তহবিলে জমাকৃত টাকা চূড়ান্ত উত্তোলনের অনুমতি প্রদান। |
সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী প্রাপ্ত আবেদন নিষ্পত্তিপূর্বক জিও জারী করা। |
১. নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশসহ আবেদন; ২. নির্ধারিত ফরম (পূরণকৃত); ৩. ভবিষ্য তহবিলে জমাকৃত অর্থের প্রমাণক; প্রাপ্তি স্থান: প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
১৫ কার্যদিবস |
জনাব ফরিদা ইয়াসমিন উপসচিব (প্রশাসন অধিশাখা-৩) ই-মেইল dsadmin3@mohpw. gov.bd মোবাইল: ০১৭৩৫৫২৬২৫৯ ফোন (অফিস): ৫৮০৫০৮৮১ |
জনাব মো: আব্দুর রহমান তরফদার অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোবাইল: ০১৭১১১৫১৯২৫ টেলিফোন : ০২-৫৫১০০৫২০ ই-মেইল: addlsecadmin1@mohpw.gov.bd |
১. |
পেনশন ও পিআরএল অনুমোদন |
পেনশন/পিআরএল ভোগের অনুমতির আবেদন ‘গণ কর্মচারী (অবসর গ্রহণ) আইন, ১৯৭৪’ এবং আবেদন ‘গণ কর্মচারী (অবসর গ্রহণ) আইন, ১৯৭৫’ অনুযায়ী নিষ্পত্তিপূর্বক অফিস আদেশ/জিও জারী করা হয়। |
১. আবেদনকারীর নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সুপারিশসহ নির্ধারিত ফরমে আবেদন; ২. অঙ্গিকারনামা; ৩.ওয়ারিশান সনদ ও তাদের ছবি; ৪. পিআরএল আদেশের কপি; ৫.আবেদনকারীর ছবি; ৬.পাঁচ আঙ্গুলের ছাপ; ৭.সকল না দাবী পত্র; প্রাপ্তি স্থান : প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
৩০ কার্যদিবস |
জনাব ফরিদা ইয়াসমিন উপসচিব (প্রশাসন অধিশাখা-৩) ই-মেইল dsadmin3@mohpw. gov.bd মোবাইল: ০১৭৩৫৫২৬২৫৯ ফোন (অফিস): ৫৮০৫০৮৮১ |
জনাব মো: আব্দুর রহমান তরফদার অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মোবাইল: ০১৭১১১৫১৯২৫ টেলিফোন : ০২-৫৫১০০৫২০
ই-মেইল: addlsecadmin1@mohpw.gov.bd |
২.৪ আওতাধীন অধিদপ্তর/সংস্থা/অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবা (অধিদপ্তর/সংস্থার ওয়েবসাইট দেখুন)
ক্রম |
দপ্তর/সংস্থার নাম |
ওয়েব পোর্টালের ঠিকানা |
১. |
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় |
https://mohpw.portal.gov.bd/ |
২. |
গণপূর্ত অধিদপ্তর |
http://www.pwd.gov.bd/ |
৩. |
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ |
http://nha.gov.bd/ |
৪. |
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ |
http://www.rajuk.gov.bd/ |
৫. |
স্থাপত্য অধিদপ্তর |
http://www.architecture.gov.bd/ |
৬. |
নগর উন্নয়ন অধিদপ্তর |
http://www.udd.gov.bd/ |
৭. |
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ |
https://cda.gov.bd/ |
৮. |
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ |
http://coxda.gov.bd/ |
৯. |
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ |
http://www.kda.gov.bd/ |
১০. |
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ |
http://rda.rajshahidiv.gov.bd/ |
১১. |
এইচ.বি.আর.আই |
http://www.hbri.gov.bd/ |
১২. |
সরকারি আবাসন পরিদপ্তর |
http://www.doga.gov.bd/ |
১৩. |
অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর |
http://www.doia.gov.bd/ |
৩. আপনাদের কাছে আমাদের প্রত্যাশাঃ
ক্রমিক |
প্রতিশ্রুতি/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১. |
স্বয়ং সম্পূর্ণ আবেদন জমা প্রদান; |
২. |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা; |
৩. |
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা; |
৪. |
শুনানীতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন |